করোনা মহামারীর জেরে দেশ তথা রাজ্যে করোনা সতর্কতায় লকডাউনের সময়ে দুঃস্থ মানুষদের পাশে প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি(UUPTWA), বাঁকুড়া জেলা শাখা

staff reporter
1 minute read
2



সরাসরি মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।আবারও একবার মানবিকতার  নজীর গড়ে তুললেন শিক্ষক সংগঠন  উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(UUPTWA) এর বাঁকুড়া জেলা কমিটি। সারা দেশ জুড়ে করোনা পরিস্থিতিতে  লকডাউন চলছে, বিভিন্ন জায়গায় মানুষেরা নানান সমস্যায় পড়েছেন। কোথাও মানুষের খাদ্য সমস্যার কথা জানলেই বাকুঁড়া জেলা কমিটি সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে এনারা ।



 বাকুঁড়া জেলা কমিটির পক্ষ থেকে বাঁকুড়ার  সিমলাপাল থানার মাচাতোড়া অঞ্চলের একটি ইঁট ভাটার সাতজন শিশুসহ মোট 33 জন যারা লকডাউনের ফলে আটক পড়ে আছে তাদের কয়েকদিন চালানোর মত খাদ্যসামগ্রী (চাল, ডাল, আলু, ছোলা, চিড়ে, গুড়, বিস্কুট, সাবান ইত্যাদি) দিয়ে যথাসাধ্য সাহায্য এর চেষ্টা করেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ত্রাণ তহবিল ও কেন্দ্রের PM Cares ফান্ড এ যথাসাধ্য সাহায্য করে চলেছেন।জেলার অনেক প্রাথমিক শিক্ষক ব্যক্তিগতভাবে ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানুষের উপকার করে চলেছেন।



15 জন পরিযায়ী শ্রমিক যারা ছাতনা ব্লকের ধবন কোয়ারেন্টিন সেন্টার এ ছিল তাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন টুথপেস্ট, সাবান, সাবান গুড়ো, ছোলা, গুড়, ডিম, চিড়া, চানাচুর , মুড়ি ইত্যাদি দিয়ে সাহায্য করা হয়। বাকুঁড়া শহরের কাছে কমলাডাঙ্গাতেও 62 টি পরিবারের হাতে তুলে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।




সংগঠনের বাকুঁড়া জেলার সভাপতি অভিজিৎ সিংহ বলেন, " দেশ তথা বিশ্ব করোনার প্রভাব চলছে, বহু মানুষ অসহায় হয়ে পড়েছে। আমরা বাকুঁড়া জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তিক অসহায়দের পাশে দাঁড়ানোর প্রয়াস গ্রহণ করছি। আগামীতেও অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং মানুষের পাশে থাকবো।"





ছবি সমূহ -









একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন