প্রধানমন্ত্রীর ঘোষণা , লকডাউন বেড়ে হল ৩রা মে পর্যন্ত

Bkdnewsdigital
0
তথ্যকারি , ১৪এপ্রিল :
টানা ২১দিনের লকডাউনের পরিসমাপ্তির কথা ছিল আজ , কিন্তু আজ তা বেড়ে হল ৩রা মে পর্যন্ত ।করোনা  পরিস্থিতি নিয়ে  চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী আজ দেশবাসীর উদ্যেশ্যে ভাষণ দেন ।এই ভাষণে তিনি লকডাউনের মেয়াদ ৩রা মে পর্যন্ত ঘোষণা করলেও  তিনি বলেন,  লকডাউনকে যথাযথ ভাবে মেনে চলতে হবে এবং ২১শে এপ্রিল পর্যন্ত সজাগ দৃষ্টি রাখা হবে । যেসব জায়গায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হলে , সেখানে লকডাউন কিছুটা শিথিল করা হতেপারে ।করোনা মোকাবিলায়  অন্যান্য দেশের তুলনায় ভারত এগিয়ে । করোনা মোকাবিলায় ভারতবাসীর যে ত্যাগ তিনি তারও প্রশংসা করেন । এছাড়াও তিনি বাবাসাহেব ভীমরাও অম্বেদকরের উদ্যেশ্যে শ্রদ্ধার্ঘ্য জানান । 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)