![]() |
মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে চলবে লকডাউন।
শনিবার লকডাউনের মেয়াদবৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিতে ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিং করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরই আরও ১৪ দিন লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়। সেই বৈঠক শেষে নবান্নে লকডাউনের মেয়াদবৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা।
এদিনের ভিডিয়ো কনফারেন্সিংয়ে রাজ্যের একগুচ্ছ দাবিদাওয়া কেন্দ্রের কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পালটা মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যে কোনও পরামর্শকে স্বাগত জানাবে তাঁর সরকার।
এদিন মমতা আরও জানিয়েছেন, ১০ জুন পর্যন্ত এরাজ্যে বন্ধ থাকবে সব স্কুল। পরিস্থিতি স্বাভাবিক হলে গরমের ছুটির পর একবারে খুলবে স্কুল।
লেখা ও ছবি - হিন্দুস্তান টাইমস বাংলা