৫ ই এপ্রিল, নিজস্ব সংবাদদাতা,মেজিয়া:- দেশ জুড়ে চলছে লকডাইন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে দুঃস্থ অসহায় মানুষেরা। করোনা ভাইরাসের জেরে গরীব মানুষের কাছে তাদের অতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে অনেকেই ছোটো ও বড়ো পদক্ষেপ নিয়েছে , তেমনি আজ কিছু সমাজ কল্যাণ ব্যাক্তিরা মেজিয়াতে ১১০ টি দুঃস্থ পরিবারকে চাল আলু বিতরণ করেন ।

তারা আজ সকাল ৯টা থেকে সোস্যাল ডিসটেন্স মেনে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। মেজিয়ার বেশ কিছু মানুষ দের চাল , আলু দিয়ে ছোটো একটি সাহায্যের হাত বাড়িয়ে দিল "আমরা ক'জন" স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনের মূল উদ্যোক্তা প্রশান্ত কর্মকার, দীনেশ কর্মকার ও কার্তিক মন্ডল বলেন যে - 'এই সংকটময় পরিস্থিতিতে দরিদ্র মানুষদের খাবারের জন্য যাতে চিন্তা না করতে হয় তারই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা যে সমস্ত পরিবারগুলোকে সাহায্য করলাম তাদের মধ্যে ছিল অসুস্থ ,বৃদ্ধ-বৃদ্ধা ,কাজ হারানোর শ্রমিক পরিবার। আগামী দিনে যদি আরো সমস্যা হয় তবে আমরা আবারও পাশে দাঁড়াব। যাদের নিরলস প্রচেষ্টায় এই কাজ সম্পন্ন হল তাদের এই মিডিয়ার মাধ্যমেই ধন্যবাদ জানালাম ।