এপ্রিলে দীপাবলী : আবারও প্রধান মন্ত্রীর বক্তব্যের উল্টো কাজ , রাজ্যের বিভিন্ন স্থানে বাজি ফাটানো হল

Rohit Mohanta
0


একতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী প্রদীপ প্রজ্জ্বলনের আহ্বানকে অঘোষিত দীপাবলি বানিয়ে ফেললেন অনেকে। ফলে লকডাউনের শান্ত পরিবেশ কিছুক্ষণের জন্য যন্ত্রণার কারণ হল শব্দদানবের দাপাদাপিতে। সঙ্গে বাতাসে মিশল কিছু বিষ।

রবিবার রাত ৯টা বাজতেই পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র অল্পবিস্তর বাজি ফাটতে শুরু করে। বাজি ফাটার খবর এসেছে কলকাতার বিভিন্ন এলাকা থেকে। বিভিন্ন আবাসনের ভিতরে বাজি ফাটে বলে অভিযোগ।

বাজি ফাটার খবর এসেছে শহরতলির একাধিক এলাকা থেকে। দমদম, বারাকপুর, কল্যাণী-সহ বিভিন্ন জায়গায় কিছুক্ষণের জন্য কান পাতা দায় হয়।

গত ১৫ মার্চ জনতা কার্ফুর দিন দেশবাসীকে কাঁসর, ঘণ্টা বা থালা বাজিয়ে করোনা মোকাবিলায় ময়দানে থাকা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানানোর অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী। সেবার কাঁসর-ঘণ্টা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল জনতা। ভেঙে খান খান হয়ে গিয়েছিল সোশ্যাল ডিসট্যান্সিং। এবারও প্রধানমন্ত্রী আহ্বানে আইন ভেঙে শব্দবাজি ফাটিয়ে বাড়াবাড়ি করল কিছু মানুষ।

এরই মাঝে ভাইরাল হলো একটি ভিডিও দেখুন -:
(ভিডিও : কলকাতা২৪×৭ )

লেখা - হিন্দুস্তান টাইমস বাংলা

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)