শুশুনিয়া পাহাড়ের আগুন নিভতে না নিভতেই আবারও জ্বলে উঠল বাঁকুড়ার বড়জোড়ার হাটতোলা সংলগ্ন পরিসর

Malay Singha
0 minute read
0
নিজস্ব সংবাদদাতা, তথ্যকারি, বড়জোড়া, ৮এপ্রিল : পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের আগুন নিভতে না নিভতেই আবারও জ্বলে উঠল বাঁকুড়ার বড়জোড়ার হাটতোলা সংলগ্ন পরিসর । আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত প্রায় পঞ্চাশ'টিরও বেশি দোকান । স্থানীয়সূত্রে জানাযায় , আনুমানিক বিকেল চার' টা নাগাদ ঘটনাটি ঘটে । শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে তাদের অনুমান । দমকল বিভাগ ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 18, March 2025