মেজিয়া বাজার এখন থেকে মেজিয়া হাইস্কুল ময়দানে।

Rohit Mohanta
0
মেজিয়া বাজার এখন থেকে মেজিয়া হাইস্কুল ময়দানে।

০৫/০৩/২০২০ মেজিয়া:-   মেজিয়া পুলিশ স্টেশন এর উদ্যোগে, মেজিয়া বাজার এর সমস্ত সবজির দোকান মেজিয়া হাই স্কুল ময়দানে। যাতে মানুষের মধ্যে দূরত্ব বজায় থাকে। এবং সবাই সুস্থ ভাবে সমস্ত কিছু কেনাকাটা করতে পারে। এই উদ্যোগটি নেওয়া তে সকলেরই খুব সুবিধা হয়েছে, এবং এটাতে দূরত্ব বজায় থাকার কারণে করোনা সংক্রমণ থেকে দূরত্ব বজায় থাকবে। আজ সকাল থেকে সমস্ত বাজার মেজিয়া হাই স্কুল ময়দানে শুরু হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)