লকডাউনকে উপেক্ষা করেই দেদার ভীড় ব্যাঙ্কগুলিতে

Ranjit Ghosh
1 minute read
0
নিজস্ব প্রতিনিধি, তথ্যকারি, গঙ্গাজলঘাঁটি ৬এপ্রিল:
দেশজুড়ে করোনা আতঙ্ক  অস্বস্তিতে ফেলেছে দেশবাসীকে । আতঙ্ক কাটাতে এবং করোনা মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্যসরকার যৌথভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলেছে । সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাস্তায় রাস্তায় মাইক বাজিয়ে করোনা সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে সরকার । কেন্দ্রীয় সরকার ১৪ এপ্রিল  পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে । একদিকে যখন জমায়েত না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলছে সরকার । অন্যদিকে তখন সরকারি নির্দেশকে তোয়াক্কা না করেই বাঁকুড়ার বিভন্ন ব্যাঙ্কগুলিতে চলছে, টাকা তোলার লম্বা লাইন । সামাজিক দূরত্ব মানছেন না ব্যাঙ্কের গ্রাহকরা । দেখা নেই প্রশাসনের কর্তাদের ।

আজ এমনই ছবি দেখা গেল বাঁকুড়ার দুর্লভপুর এবং গঙ্গাজলঘাঁটিতে । দুর্লভপুর মোড় সংলগ্ন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা দুটিতে লকডাউনকে   উপেক্ষা করেই এবং সামজিক দূরত্ব না মেনেই লাইনে দাঁড়াতে দেখাগেল গ্রাহকদের । পাশাপাশি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গঙ্গাজলঘাঁটি শাখাতে সামজিক দূরত্ব রক্ষাকে অগ্রাহ্য করেই প্রায় শতাধিক গ্রাহক টাকা তোলার লাইনে দাঁড়ায় । রয়েছে সিভিক ভোলেন্টিয়ার তারা অবশ্য ব্যাঙ্কের ভেতর যাতে ভীড় না সেদিকটি রক্ষা করছে । এ ছাড়াও প্রধানমন্ত্রী জনধন যোজনার টাকা তুলতে চরম জনসমাগম দেখা গেল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা কেশিয়াড়া বি.সি তে । এখানে নেই কোনো প্রশাসনিক কর্তারা । স্বভাবই গ্রাহকেরা সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন ।
 স্থানীয়রা আবশ্য, গ্রাহকদের সচেতনতার অভাব এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)