আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেজিয়া বিজ্ঞানকেন্দ্রের পক্ষ থেকে মেজিয়া ডাঙাপাড়ায় একটি সচেতনতামূলক প্রচার করা হল। তাতে ঐ এলাকার মানুষজনকে মাস্ক পরা এবং হাত ধোয়ার সঠিক গুরুত্ব বোঝানো হল। তার সঙ্গে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখিয়ে দেওয়া হল। এরই সাথে সাথে ১৩০টি পরিবারের প্রত্যেকের হাতে ১প্যাকেট বিস্কুট, ১প্যাকেট সোয়াবিন, একটি লাইফবয় সাবান এবং ৪টি করে ডিম তুলে দেওয়া হল।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেজিয়া বিজ্ঞান কেন্দ্রের এবং বাঁকুড়া জেলা কমিটির সদস্য , কৃষ্ণচন্দ্র পাল বলেন - আমাদের এই পথ চলায় প্রশাসনিক ভাবে B. D. O., Mejia এবং O.C., Mejia P.S. এবং আর্থিক ভাবে যারা সাহায্য করেছেন তাদের প্রত্যেককে আমাদের মেজিয়া বিজ্ঞানকেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ এই উদ্যোগে যিনি আমাদের সাহস জুগিয়েছেন তিনি হলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং এলাকার বিশিষ্ট শিক্ষক তথা মেজিয়া বিজ্ঞান কেন্দ্রের সভাপতির মাননীয় অভয়াপদ চৌধুরী মহাশয়।
আমাদের সঙ্গে ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক তথা মেজিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মাননীয় স্বরূপ মুখার্জি মহাশয়। এছাড়াও উপস্থিত প্রত্যেককে আমাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের লক্ষ্যমাত্রা এখানেই শেষ নয় আমরা আগামীতে আরও অন্য এলাকায় পৌঁছে যেতে চাই। তাই আমরা আরও মানুষের সহযোগিতা আশা করছি।
ভিডিওর মাধ্যমে