ফের সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে সস্তা হতে চলেছে গাড়ি, বাড়ি সহ বিভিন্ন ঋণ। শুক্রবার টানা পাঁচবারের জন্য রেপো রেট কমাল আরবিআই। ২৫ বেসিস পয়েন্ট তথা ০.২৫ শতাংশ কমিয়ে রেপো রেট ৫.১৫ শতাংশ করেছে তারা। প্রায় এক দশকে সর্বনিম্ন এই সুদের হার। পাশাপাশি কমানো হয়েছে রিভার্স রেপো রেটও। নয়া সেই রেট হয়েছে ৪.৯ শতাংশ। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অর্থমন্ত্রক ও বণিক সভা। 
পরবর্তী আর্থিক নীতি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি (এমপিসি)। সেখানেই কমিটির ছয় সদস্য রেপো রেট কমানোর পক্ষে সওয়াল করেন। উৎসবের মরশুমে মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়াতে শুক্রবার ০.২৫ শতাংশ রেপো রেট কমায় আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন আর্থিক নীতি নির্ধারণ কমিটি। এর ফলে সস্তা হবে গাড়ি, বাড়ি ও অন্যান্য ঋণ। এই নিয়ে টানা পাঁচ মাসের জন্য সুদের হার কমাল আরবিআই
গত ছ’বছরে সর্বনিম্ন হয়েছে দেশের আর্থিক বৃদ্ধির হার। ৪৫ বছরের সর্বনিম্ন কর্মসংস্থানের হার। গোঁত্তা খাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। তা সেই রেপো রেট কমানোই হোক আর কর্পোরেটদের কর ছাড়। সেই ধারা বজায় রেখে শুক্রবার আরও এক দফা রেপো রেট কমাল আরবিআই। নয়া সুদের হার হয়েছে ৫.১৫ শতাংশ। এক্ষেত্রে নিজেদের ‘অ্যাকোমোডেটিভ’ অবস্থান বজায় রেখেছে আরবিআই। সংবাদমাধ্যমকে শক্তিকান্ত দাস জানিয়েছেন, ‘বৃদ্ধিকে পুনরুজ্জীবিত করার জন্য যতদিন প্রয়োজন, ততদিন এই অ্যাকোমোডেটিভ অবস্থান বজায় রাখা হবে।’ গত ফেব্রুয়ারি থেকে সবমিলিয়ে ১.৩৫ শতাংশ সুদের হার কমিয়েছে আরবিআই। এর আগে ২০১০ সালের মার্চে রেপো রেট ছিল ৫ শতাংশ।
এদিকে রিজার্ভ ব্যাঙ্কের এই সুদ কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অর্থমন্ত্রক। এক বিবৃতি জারি করে তারা জানিয়েছে, সরকার মনে করে আরবিআইয়ের এই সিদ্ধান্ত সাম্প্রতিক অতীতে নেওয়া সরকারের পদক্ষেপকে এগিয়ে নিয়ে যাবে এবং বৃদ্ধিকেই চাঙ্গা করবে। অন্যদিকে, আরবিআইয়ের রেপো রেট কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক বলে তাকে স্বাগত জানিয়েছে বণিক সভা। সিআইআইয়ের ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, এর ফলে বিভিন্ন সেক্টর চাঙ্গা হবে। পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ডি কে আগরওয়াল বলেছেন, বাজারে চাহিদা বাড়িয়ে আর্থিক বৃদ্ধিকে চাঙ্গা করবে।
Source : www.bartaman.com