পুজোর পরেই সার্টিফাই কপি অফ ভোটার তালিকা প্রকাশ অনলাইনে, উদ্যোগ স্টেট আর্কাইভ দপ্তরের

Rohit Mohanta
2 minute read
0


পুজোর পরেই সার্টিফাই কপি অফ ভোটার তালিকা প্রকাশ অনলাইনে, উদ্যোগ স্টেট আর্কাইভ দপ্তরের


পুজোর পরেই সার্টিফাই কপি অফ ভোটার তালিকা প্রকাশ অনলাইনে, উদ্যোগ স্টেট আর্কাইভ দপ্তরের - news 7 mejia


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একনাগাড়ে প্রচার চালাচ্ছেন রাজ্যে এনআরসি হবে না। তবুও আতঙ্ক যাচ্ছে না। বিভিন্ন জেলার মানুষরা এসে ভিড় জমাচ্ছে ডিরেক্টরেট অফ আর্কাইভ দপ্তরে। বিভিন্ন জেলা থেকে লোক আসছেন দলে দলে। আর এই ভিড় সামাল দিতে এবার অনলাইনে ১৯৫২, ১৯৫৬, ১৯৬১, ১৯৬৬, ১৯৬৮, ১৯৭১ ও ১৯৭৫ সালের ভোটার তালিকা প্রকাশের উদ্যোগ নিচ্ছে আর্কাইভ দফতর। পুজোর ছুটির পরেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক।

সার্টিফাই কপি অব ভোটার কপি পাওয়ার পদ্ধতি প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, ওই সালগুলোর মধ্যে যে “ভোটার লিস্ট” আর্কাইভ দফতরে এসেছে সে তালিকা পাবেন আবেদনকারীরা। সার্টিফিকেট দফতরে এসেই নিতে হবে। তালিকায় নাম আছে কিনা সে বিষয়টি অনলাইনে খুঁজে নিতে পারবেন প্রার্থীরা। একইসঙ্গে সার্টিফাইড কপির জন্য আবেদনও অনলাইনে করা যাবে। 
আবেদনের জন্য ফি নেওয়ার বিষয়টিও ভাবনাচিন্তা চলছে। আবেদন করার পর আর্কাইভ দফতর ২০ থেকে ৩০ দিন সময় নেবে। সেই সময়ের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হবে। সার্টিফিকেট নেওয়ার সময় লাগবে ৫ টাকা এবং ২ টাকা দামের কোর্ট ফি।

এই উদ্দ্যোগ প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, দপ্তরে কর্মী সংখ্যা খুব কম তাই এক দিনে কুড়ি থেকে ত্রিশ জনের বেশি মানুষকে সার্চিংয়ের সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুজোর পরে আরো বেশি কাজের চাপ পড়বে। তাই অনলাইনে ব্যবস্থা করা হচ্ছে।

তবে এখন সার্টিফাই কপি অফ ভোটারের আবেদন দপ্তরে এসে করতে হচ্ছে। তিনি বলেন, আর্কাইভ দফতরে এসে ফর্ম নিতে হবে। আবেদনকারীরা তা পূরণ করে জমা দেবে। একইসঙ্গে কুড়ি টাকা সার্চিং ফি জমা দিতে হবে। ভোটার তালিকায় নাম আছে কিনা তা জানার জন্যই এই ফি লাগবে। আবেদনকারীদের ভোটার তালিকায় নাম খুঁজতে হবে। তালিকায় নাম থাকলে সিরিয়াল নাম্বার ফাইল নাম্বার লিখে জমা দিতে হবে দফতরে। দফতরে সেই ফাইল নম্বর দেখে তা টাইপ করে সার্টিফিকেট প্রস্তুত করবে। সার্টিফিকেট তোলার জন্য আবেদন কারীরা কুড়ি থেকে ত্রিশ দিনের মধ্যে সার্টিফিকেট নেওয়া যাবে। সার্টিফিকেট নেওয়ার দিনে কোর্ট ফি স্টাম্পের সঙ্গে পাঁচ টাকা লাগবে।

প্রতিদিন কতজনকে দেওয়া হয় এ প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, এর জন্য কোন সরকারি নির্দিষ্ট নিয়ম নেই। কোনদিন ২০ টা কোনদিন তারও বেশি দেওয়া হচ্ছে। দফতরের কর্মী সংখ্যা খুবই কম। তাই গ্রুপ-ডি কর্মীদেরও এই কাজে সহযোগিতার জন্য লাগানো হয়েছে। আবেদনের সময় আবেদনকারীর ভোটার কার্ড প্যান কার্ড অথবা আধার কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পাশাপাশি তার ফটোকপি ও লাগাতে পারে। আবেদনকারী নিজে আসতে না পারলে যে আসবেন তার ঐ সমস্ত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে। বাবা বা মায়ের সার্টিফিকেট নিতে এলে ছেলে বা মেয়ে ভোটার কার্ড সঙ্গে আনবেন। দূর সম্পর্কের হলে ডকুমেন্ট এর পাশাপাশি অথরালাইজড লেটার আনতে হবে। কলকাতার মল্লিক বাজার সংলগ্ন কলামন্দির এর বিপরীত দিকে অর্থাৎ শেক্সপীয়ার সরণিতে ডাইরেক্টরেট অফ আর্কাইভ স্টেট-এর দফতরে এসে আবেদন জমা দেওয়া ও সার্টিফিকেট পাবেন আবেদনকারীরা। প্রয়োজনীয় তথ্যের জন্য- ২২৪১১০৪৪ /২২৪১৩৯৬৬/২২১৪১৩৩৯/২২৮১০০৬১ অথবা wb.state.archives@gmail.com এর মাধ্যমে অথবা http://wbsadte.gov.in ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।( সৌজন্যে: দৈনিক পুবের কলম)

সূত্র : www.tdnbangla.com

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)