Edited & Publish by - MALAY SINGHA "রবিবারের আড্ডা" Mejia,Bankura-722143
Contact- (WhatsApp) 6294844652
Email- tathokari@outlook.com
Website- tathokari.com
আজকের বিশেষ ধারা হলো - শ্রাবণ ধারা
শ্রাবণের ধারায়
অলক দাঁ দুবরাজপুর বীরভূম
চিকন কালোমেঘের ঘনঘটা
বিদ্যুৎ চমকে শিহরিত ময়ূরী
ঝিরিঝিরি শ্রাবণ ধারায়
কেকারবে প্রেম নিবেদন।
বড় পবিত্র এই শ্রাবণ।
যে মাসের দুর্যোগঘন
অষ্টমী তিথির গহীন নিশায়
জন্ম নিয়েছিলেন কংসারী।
তাই আজও সারাদেশে
পালিত হয় জন্মাষ্টমী।
সমস্ত কৃষ্ণ মন্দিরে
বয় আনন্দলহরী।
শ্রাবণেই সখী সমাহারে
শ্রী রাধা কৃষ্ণ ফুলের ঝুলনে
খেলেছিলেন ঝুলন।
ভাই বোনের রাখীবন্ধন
উত্সব শ্রাবণী পূর্ণিমায়।
বাঙালী হৃদয়ে বৃষ্টি ধারার মত
উচ্ছ্বাস আনে এই শ্রাবণ।
স্পদন জাগে অরন্যে অরন্যে
কৃষক মগ্ন হয় সবুজ সৃজনে।
শ্রাবণী, অনন্যা তুমি।।
শ্রাবনের ধারা
অতনু হাজরা
শ্রাবনের ধারা
যেন পাগলপারা।
অবিরাম বর্ষণ
চলে সারাক্ষণ।
বান আসে নদী কুলে
জল ওঠে ফুলে ফুলে।
রাস্তা ঘাট পিছল সব
ছোটোদের কলরব।
চাষিরা আনন্দ করে
বর্ষা যে মাঠের পরে।
পথ ঘাট থই থই
শ্রাবণ এলো যে ওই।
বিজ্ঞাপন
উর্বরা শ্রাবণী।
অমিতাভ দত্ত।
আজি সন্ধ্যা গগনে আষাঢ়,
উঁকিঝুঁকি দেয় শ্রাবণে।
ঝরে আঁখিজলে যৌবন সুধা,
ময়ূর ময়ূরী নাচে মিলনে।
রিক্ত কবিতা প্রাণের গভীরে,
রচে সন্ধ্যা মালতী গান।
নাচে জলধারা শ্রাবণ বুকে,
নব নীত শ্রাবণী তান।
শিহরিত দোলে চুম্বন জাগে,
সুরের পরশে ভরে প্রাণ।
কেতকী সুবাসে ভাসে মেঘমালা,
সে যে তৃষিত অভিমান।
এ মুখরিত বরষার গান।
⛈️⛈️⛈️⛈️⛈️🦚🦚🌱
শ্রাবণী নামের গরুটি
-------------------------------------
সে তো বড়ো আপন বড়ো আদরের ।
আমি তো মা বলেই জানি ।
তাকে আমি পূজা করি বারবার ।
তার সর্বাঙ্গে তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস ।
ব্রহ্মা - বিষ্ণু - মহেশ্বর সব ঠাকুরের অবস্থান ।
তাকে আমি প্রণাম করি , পূজো করি তাকে ।
আমার ধর্মে আছে , আমার বিশ্বাসে , আমার ভালোবাসায় আছে ।
সে তো কত আদরের কত ভালোবাসার রূপ ।
সে আমাদের কত উপকার করে ।
তার দুধ থেকে শুরু করে গোবর পঞ্চগব্য সহিত আমার ঠাকুরের পূজোয় লাগে ।
সে খুব ভালো ।
তার বাছুরটিও আমাদের মত কত্ত প্রাণোচ্ছল ।
তিড়িং তিড়িং করে লাফিয়ে লাফিয়ে চলে ।
কখনো ছুটে এসে মায়ের স্তনবৃন্তে দুগ্ধ পান করে ।
সত্যিই অপরূপ সৌন্দর্য ।
সত্যিই অসাধারণ ।
মায়ের ভালোবাসা কতটা গভীর বোঝা যায় ।
🐄🐂🐄🐂🐄🐂
মায়ের ভালোবাসা
@ কলমে - ঋতম রায়
স্থান - গঙ্গাজলঘাটী
Patriotism
Ritam Ray
Gangajalghati
This country is ours,
This world is ours.
The country is above all, nothing before the country.
I can die for the country, I can kill for the country.
This country is still fine.
Once all the neighboring countries were India,
Time and again, the country has been divided by foreigners and traitors within the country.
All the neighboring countries were ours,
We all want it back again.
No one reads the history of those who divided the country.
Those who have been broken are danced on their heads.
This country is my golden land, it produces golden crops.
The country is my golden country.
Come on young, come on old
we jumped for the country.
If I have to be a martyr, I will be a martyr.
we will draw footprints on the chest of the enemy.
বাদল ধারা
উমা দে
জল থৈ থৈ পথ ঘাট
শ্রাবণের ধারা বয় ঐ
মেঘেদের রাজ্যপাট।
মন পাড়ি দেয় কই!?
সেই সে নিবিড় বন
মেঘ রোদ্দুরের খেলা
ডাকে আজো অকারণ
হৃদয় দোদুল দোলা।
তুমি আছো তোমার মত
কল্প চোখে দেখি প্রিয়
সেখানে ব্রাত্য আমি
মানা যেতে অলিখিত।
কেন ভিজি শ্রাবণ ধারায়
পাগল বলে সবাই হায়।
এমন কত শত আছে
আছে বাধা শত শত।
কে কার যায় খোঁজে
তুমি থাকো তোমার মত ।
*।শ্রাবন ধারা।*
/ বিমলাংশু শেখর চক্রবর্তী /
শ্রাবনের ধারার মতো ঝরছে সদাই তোমার স্নেহ
সত্যটাকে তেমন ক'রে নাইবা যদি বোঝে কেহ,
কম কি তাতে পড়বে কভু তোমার অপার দান,
তুমিই সদাই বাঁচাও মোদের,তুমিই করো ত্রাণ।
"" আজ শ্রাবণে ""
======
মলয় রায়
---------------
ক্ষীণকায়া নদী, দুকূল
প্লাবিতা ,
শ্রাবণের বারিধারায় ,
খরস্রোত নিয়ে সবেগে ধাবিতা ,
কে বা আজ তাকে হারায়?
শ্রাবণের এই ঘন বরিষণে
সজীব, সজল ধরণী
প্রাণরূপ সুধা করে সঞ্চিত
হৃষ্টা হয়েছে মেদিনী।
এদিকে মানুষ ঘরবাড়ি হারা,
পথেই নিয়েছে ঠাঁই ,
বন্যার কোপে নিঃস্ব হয়েছে ,
সম্বল কিছু নাই।
অতিবর্ষণে সব ভেসে গেছে
নিঃস্ব হয়েছে তারা ,
ধনী-নির্ধন সকলে হয়েছে
অসহায় , গৃহহারা ।
হে শ্রাবণ তব রুদ্ররূপের
অবসান হোক ত্বরা ,
তোমার শান্ত কোমল রূপেতে
বাঁচুক মোদের ধরা ।
== oo == ooo == oo ==
===!===!====!====!===
Ritam Ray
Gangajalghati
This country is ours,
This world is ours.
The country is above all, nothing before the country.
I can die for the country, I can kill for the country.
This country is still fine.
Once all the neighboring countries were India,
Time and again, the country has been divided by foreigners and traitors within the country.
All the neighboring countries were ours,
We all want it back again.
No one reads the history of those who divided the country.
Those who have been broken are danced on their heads.
This country is my golden land, it produces golden crops.
The country is my golden country.
Come on young, come on old
we jumped for the country.
If I have to be a martyr, I will be a martyr.
we will draw footprints on the chest of the enemy.
বাদল ধারা
উমা দে
জল থৈ থৈ পথ ঘাট
শ্রাবণের ধারা বয় ঐ
মেঘেদের রাজ্যপাট।
মন পাড়ি দেয় কই!?
সেই সে নিবিড় বন
মেঘ রোদ্দুরের খেলা
ডাকে আজো অকারণ
হৃদয় দোদুল দোলা।
তুমি আছো তোমার মত
কল্প চোখে দেখি প্রিয়
সেখানে ব্রাত্য আমি
মানা যেতে অলিখিত।
কেন ভিজি শ্রাবণ ধারায়
পাগল বলে সবাই হায়।
এমন কত শত আছে
আছে বাধা শত শত।
কে কার যায় খোঁজে
তুমি থাকো তোমার মত ।
*।শ্রাবন ধারা।*
/ বিমলাংশু শেখর চক্রবর্তী /
শ্রাবনের ধারার মতো ঝরছে সদাই তোমার স্নেহ
সত্যটাকে তেমন ক'রে নাইবা যদি বোঝে কেহ,
কম কি তাতে পড়বে কভু তোমার অপার দান,
তুমিই সদাই বাঁচাও মোদের,তুমিই করো ত্রাণ।
"" আজ শ্রাবণে ""
======
মলয় রায়
---------------
ক্ষীণকায়া নদী, দুকূল
প্লাবিতা ,
শ্রাবণের বারিধারায় ,
খরস্রোত নিয়ে সবেগে ধাবিতা ,
কে বা আজ তাকে হারায়?
শ্রাবণের এই ঘন বরিষণে
সজীব, সজল ধরণী
প্রাণরূপ সুধা করে সঞ্চিত
হৃষ্টা হয়েছে মেদিনী।
এদিকে মানুষ ঘরবাড়ি হারা,
পথেই নিয়েছে ঠাঁই ,
বন্যার কোপে নিঃস্ব হয়েছে ,
সম্বল কিছু নাই।
অতিবর্ষণে সব ভেসে গেছে
নিঃস্ব হয়েছে তারা ,
ধনী-নির্ধন সকলে হয়েছে
অসহায় , গৃহহারা ।
হে শ্রাবণ তব রুদ্ররূপের
অবসান হোক ত্বরা ,
তোমার শান্ত কোমল রূপেতে
বাঁচুক মোদের ধরা ।
== oo == ooo == oo ==
===!===!====!====!===
সব কবিতা পড়লাম, খুব ভালো লাগলো
উত্তরমুছুনরবিবারের আড্ডা ভালোই জমে উঠছে,
যারা লিখছেন,আরো যারা লিখবেন,সবাইকে আড্ডার তরফ থেকে ধন্যবাদ,
উদ্যোক্তাদের জানাই সাধুবাদ,
সংবাদ ও ভালোই আছে
ধন্যবাদ
মুছুনখুব ভালো লাগছে তথ্যকারির " রবিবারের আড্ডা " , ভালো ভালো কবিতাই জমে উঠেছে । কিন্তু আজ সেইরকম কিছু পেলাম না । হয় তো কবিতা সংগ্রহ হয়নি । চালিয়ে যান শুভ কামনা রইল ।
উত্তরমুছুনহুম এখন একটু ব্যাস্ত আছি । কিছু মানুষের সাহায্যের কাজে তাই ঠিকমতো সংগ্রহ করা হয়নি । পরের বার ভালো করার চেষ্টা করবো ।
মুছুনআমার মনে হয় শুধু কবিতা তে সীমা বদ্ধ না রেখে যদি পাশে ছোটো গল্পের একটি পাতা করা যায় । আমি অনেক পত্রিকা তে গল্প লিখি , কিন্তু ওরা অনেক সময় গল্প চাপায় না । আপনাদের কাজ ভালো লাগছে ।
উত্তরমুছুনপরের সপ্তাহ থেকে ছোট গল্পও প্রকাশ হবে
মুছুনচালিয়ে যান । ভালো হচ্ছে । যারা গল্প লিখছে তাদের আন্তরিক অভিনন্দন । ও যিনি রবিবারের আড্ডা র সম্পাদক তাকেও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । ছোটো গল্পের একটি পাতা করলে আমিও গল্প দিতাম ।
উত্তরমুছুনWhatsApp গল্প পাঠিয়ে দিন । এবার থেকে গল্পের পৃষ্ঠা তৈরি হচ্ছে
মুছুনআমি এবং বীরভূম জেলার দুবরাজপুর থেকে আরো একজন বাসুদেব লাহা ,সংগ্রাম পুরের জগন্নাথ মহারাজের লেখা লেখা পাঠিয়েছিলাম ।জানিনা কেন প্রকাশ হলো না ।
উত্তরমুছুনকবিতা গুলোর গুণমান অনেক টাই ভালো । লেখক দের কেও অভিনন্দন জানাই । আমরা কথা কাহিনী প্রকাশনী থেকে সকলকে শুভেচ্ছা ।
উত্তরমুছুনআসাধারণ সব পাচ্ছি এখানে, আমি আগে এই ধরনের website দেখিনি । আজ গুগোল এ সার্চ করতে করতে পেলাম এই ওয়েবসাইট । দারুন লাগলো ।
উত্তরমুছুন