
জঙ্গাজলঘাঁটি , বাঁকুড়া ৫নভেম্বরঃ–
লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়। আজ সকালে রানীগঞ্জের দিক থেকে বাঁকুড়ার দিকে যাওয়া কয়লা বোঝাই একটি লরি গঙ্গাজলঘাটি মোড়ের কাছে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে নিমাই মন্ডল নামের স্থানীয় এক সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর লরিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাড়া করে দেশুড়িয়া মোড়ের কাছে লরিটিকে ধরে ফেলে। পরে লরিটিকে তুলে দেওয়া হয় গঙ্গাজলঘাটি থানার পুলিশের হাতে। এদিকে ঘটনার পরই ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও লরি চালকের শাস্তির দাবিতে সরব হয়েছেন অবরোধকারীরা। অবিলম্বে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বালি ও কয়লা চলাচল বন্ধ করার দাবিও তুলেছেন অবরোধকারীরা।
সূত্র - https://spastabarta.com
সূত্র - https://spastabarta.com