লকডাউনের কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল Flipkart

Rohit Mohanta
1 minute read
0

করোনা ভাইরাসের গোটা দেশের 21 দিনের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবার 21 দিনের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল Flipkart। কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপে ইতিমধ্যেই এই খবর জানিয়ে দিয়েছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানিটি। আগামী তিন সপ্তাহ অনলাইন অর্ডার ও ডেলিভারি বন্ধ থাকবে। যদিও অনলাইন ভিডিও স্ট্রিমিং, বিল পেমেন্টের মতো পরিষেবা চালিয়ে যাবে Flipkart।

সম্প্রতি Amazon জানিয়েছে শুধুমাত্র অত্যাবশ্যকীয় জিনিসের অর্ডার নেওয়া হবে। অন্য সব অর্ডার নেওয়া বাতিল করেছে Amazon। এর পরেই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে Flipkart।

সাময়িকভাবে আমরা পরিষেবা বন্ধ করেছি। আপনাদের চাহিদা সমসময় আমাদের অগ্রাধিকার। যত শীঘ্র সম্ভব আমরা পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা করবো।

যত শীঘ্র সম্ভব পরিষেবা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও আগামী 21 দিনে এই পরিষেবা শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই। Flipkart পরিষেবা বন্ধ করলেও ডেলিভারি চালিয়ে যাবে Amazon। যদিও শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের অর্ডার নিচ্ছে Amazon।

অর্ডার নেওয়া ও ডেলিভারি বন্ধ থাকলেও Flipkart থেকে ফোন রিচার্জ, জলের বিল, বিদ্যুৎ বিল, ব্রডব্যান্ড বিল পেমেন্ট করা যাবে। এছাড়াও চালু থাকবে কোম্পানির ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 14, March 2025