২৭ মার্চ , মলয় সিংহ ,মেজিয়া:- প্রায় তিন মাসের ব্যবধানে সম্পূর্ণ বদলে গেছে গোটা পৃথিবী। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছে গোটা মানবজাতি। বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক বিরাজ করছে। থমকে গেছে পুরো বিশ্ব। প্রায় সব দেশেই লকডাউনও করে দেয়া হয়েছে। মানুষকে ঘরের মধ্যে থাকার আহ্বান জানানো হচ্ছে। ঘর থেকে বের হলে কোনো কোনো দেশ জেল-জরিমানার আইনও করেছে।
রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম। মোড়ে মোড়ে পুলিশি টহল। নাকা চেকিং চলছে বিভিন্ন জায়গায়। এমন অবস্থায় বিভিন্ন হাসপাতালের বর্হিবিভাগও জনশূন্য হয়ে পড়ছে।
বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি বাঁকুড়া র মেজিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও বিশ্ব করোনা আতঙ্কে শুধুমাত্র ইমারজেন্সি বিভাগ ছাড়া বর্হিবিভাগে রোগীদের ভীড় নেই বললেই চলে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চারিদিকে করোনা আতঙ্কের জন্য বেশ কদিন ধরেই বর্হিবিভাগে আগের তুলনায় রোগীর সংখ্যা অত্যন্ত কম ।