করোনা মোকাবিলার জন্য ছয় লক্ষ টাকা দিয়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মেজিয়া ব্লক সভাপতি ও তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী মলয় মুখার্জি

Rohit Mohanta
1 minute read
0


নিজস্ব প্রতিনিধি,28March:--করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে বিভিন্ন স্তরের মানুষ আর্থিক সহযোগিতা করছেন। বাঁকুড়া জেলার থেকেও জেলার বিভিন্ন মানুষ ওই তহবিলে অর্থ দিয়ে করোনা মোকাবিলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। শুধু অর্থ নয় বিভিন্ন ভাবে করোনা আক্রমনের হাত থেকে বাঁচতে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন রাজ্যের সাথে সাথে বাঁকুড়া জেলার মানুষ।

মেজিয়া ব্লক থেকেও মুখমন্ত্রীর ত্রান তহবিলে টাকা জমা পড়ল। ব্যক্তিগত ভাবে ছয় লক্ষ টাকা অনুদান জেলাশাসকের হাতে তুলে দিলেন মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী মলয় মুখার্জি। তিনি এখনো পর্যন্ত সর্বাধিক অর্থ মুখমন্ত্রীর ত্রান তহবিলে জমা করে্। শনিবার দুপুরে জেলা পরিষদের মেনটর অরূপ চক্রবর্তী কে সাথে নিয়ে জেলাশাসকের দপ্তরে ছয় লক্ষ টাকার একটি চেক জেলাশাসকের হাতে তুলে দেন মলয় বাবু।

মলয় বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই মহামারির সময়  সরকারের  মাধ্যমে রাজ্যবাসী কে সাহায্যের হাত বাড়ানোর এটি প্রয়াস মাত্র । তিনি চান করোনা ঠেকাতে সকল মানুষ  সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 15, March 2025