(Nobel Corona)_সকল নাগরিককে ঘর-বন্দি রাখতে- মেজিয়া সহ তার পার্শ্ববর্তী এলাকাতেও পুলিশের টহলদারি /b>
২৫শে, মার্চ,মেজিয়া, নিজস্ব প্রতিনিধি:- নোবেল করোনা ভাইরাসের জন্য সমস্ত রাজ্যেই হয়েছে লক ডাউন। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা এই লকডাউনটির বিধি অমান্য করছে । তাই এই লকডাউন অব্যাহত রাখতে মেজিয়া সহ তার পার্শ্ববর্তী এলাকাতে পুলিশের টহলদারি লক্ষ করা গেল।
বুধবার বিভিন্ন এলাকায় সকাল থেকেই বাজারগুলোতে একসঙ্গে প্রচুর মানুষের জমায়েত দেখা যায়। লকডাউন-এর বিধি ভেঙে ঘর থেকে বেরিয়ে পড়ছে মানুষ। বয়স যতই হোক লকডাউন বিধি অমান্য করার শাস্তি পেতে হচ্ছে তাদের। তবে সকাল থেকে পুলিশের সর্বত্র টহলদারি অব্যাহত। বিভিন্ন জায়গায় পুলিশ গিয়ে সরিয়ে দিচ্ছে মোড়ে মোড়ে মানুষের আড্ডা ও জমায়েত।
কোথাও জটলার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি পুলিশ পৌঁছে তাদের বাড়িতে থাকার কথা বলেছে। দেখা যাচ্ছে, প্রশাসন সবরকম সচেতন করার পরেও হেলদোল নেই বেশ কিছু এলাকার মানুষের।
বুধবার সকালে এই ছবি দেখা গেল বাঁকুড়ার মেজিয়া বাজারে৷ পুলিশ পথে নামতেই রাস্তায় বের হওয়া লোকজন সুড়সুড় করে ঘরে ঢুকে গেল। সরকারের এত নির্দেশের পরও মানুষ কেন পথে বের হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে সবার।