অন্নদাতা রূপে পুলিশঃ আজ দরিদ্র মানুষের কাছে খাবার পৌঁছে দিল মেজিয়া পুলিশ

Malay Singha
1 minute read
0
২৭ শে এপ্রিল, মলয় সিংহ,মেজিয়া :- করোনা ভাইরাসের (COVID-19) প্রভাব পড়েছে সর্বত্রই। তাই করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারতে লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। এই অবস্থায় কিছু মানুষ অসুবিধায় পড়েছে। এই অবস্থায় লকডাউন অমান্য করে কিছু মানুষ আবার রাস্তায় বেড়িয়ে পড়েছে। এই রাস্তায় বেরোনো মানুষদের প্রতি কিছু পুলিশ অবিচার করলেও, আবার কিন্তু কিছু পুলিশ এই লকডাউনের সময় গরীব দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ফুটপাতবাসীদের ও গরীব মানুষের কাছে রাজদূত হয়ে আসলেন বাঁকুড়ার মেজিয়া থানার পুলিশ। মেজিয়ার রাস্তায় ধারে বসবাসকারী ও মেজিয়ার কিছু গরীব মানুষদের জন্য মাক্স, জল, খাবার -চাল, আলু,ডাল , সব্জি ইত্যাদি পৌঁছে দিল মেজিয়া পুলিশ। এবং এই খাবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিল পুলিশরাই। অনেক মানুষ এক জায়গায় জমায়েত হওয়ার ভয়ে, আগে থাকতে খবর না দিয়ে হঠাৎ করেই তাঁরা পৌঁছে দিলেন মেজিয়ার কিছু দুঃস্থ মানুষদের কাছে ....।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 15, March 2025