করোনাভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস করানোর উদ্যোগ নিল মেজিয়া হাই স্কুল

Malay Singha
2
২৬শে মার্চ, মলয় সিংহ, তথ্যকারি, মেজিয়া :- করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাঁকুড়ার মেজিয়া হাই স্কুল । এ শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মাননীয় মলয় মুখার্জীর অনুপ্রেরণায়, শিক্ষক সন্দীপন বটব্যেল-এর উদ্যোগে গত ১৯শে মার্চ বৃহস্পতিবার থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারনে ‌শিক্ষক- শিক্ষিকারা বিদ্যালয়ে আসতে পারছেন না তাই বাড়ীতে বসেই নানান বিষয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে ছাত্র ছাত্রীদের পড়াচ্ছেন । এই পদ্ধতিতে ক্লাস নিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ছিল অনেক আগ্রহ ও উৎসাহ। বিদ্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উদ্যোগ নেয় অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার এবং সে মোতাবেক তারা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন। শিক্ষার্থী ও অভিভাবকদের পূর্ণ সমর্থন পাওয়ার পর ইউটিউব অ্যাপসের মাধ্যমে ১৯ মার্চ থেকে অনলাইনে ক্লাস শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। প্রথম পর্যায়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের ক্লাস নেওয়া হচ্ছে...। বিদ্যালয়ের শিক্ষক সন্দীপন বটব্যেল বলেন, ‘অনলাইনে ক্লাস করতে খুবই ভাল লাগছে আমাদের। স্কুল বন্ধের মধ্যে এভাবে ক্লাস করালে ছাত্র ছাত্রীদের পড়াশুনায় আর কোনও বিঘ্ন ঘটবে না। বন্ধের মধ্যে সব স্কুলেরই উচিৎ এভাবে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া।’

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন