করোনা ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই চিনে হানা হান্টা ভাইরাসের

Malay Singha
1 minute read
0
২৪ শে এপ্রিল ২০২০, নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের আতঙ্ক সম্পূর্ণ কাটতে না কাটতেই ফের চিনে হানা হান্টা ভাইরাসের । গোটা পৃথিবী যখন করোনা ভাইরাসের সাথে লড়াই করতে ব্যস্ত ঠিক তখনই হানা দিল আরও এক নতুন ভাইরাস‌ - হান্টা ভাইরাস। ভয়ঙ্কর এই ভাইরাসে মৃত্যু হলো আবারও চিনের ইউহানেরই এক নাগরিকের। এই বার্তা শোনার পর প্রবল আতঙ্ক ছড়িয়েছে চীন সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও । মূলত ইঁদুর ও কাঠবিড়ালি থেকেই ভাইরাস ছড়িয়েছে বলে সূত্রের খবর । সম্প্রতি চায়না টাইমস এর পক্ষ থেকে বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে ইউহানের এক নাগরিকের শরীরে এই হান্টা ভাইরাসের পজেটিভ লক্ষণ দেখা যায়। সেই প্রতিবেদন অনুযায়ী জানাযায় অফিস থেকে বাড়ি ফেরার পথে ব্যক্তির মৃত্যু হয় । পরে শারীরিক পরীক্ষায় হান্টা ভাইরাসের পজেটিভ লক্ষ্য করা যায় । বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসের প্রাথমিক লক্ষণ হলো - মাথা ব্যাথা, জ্বর সর্দি তার সঙ্গে দেখা দিতে পারে লো ব্লাড প্রেসারও । তাছাড়াও সবচেয়ে বড় চিন্তার বিষয় এই ভাইরাসে আক্রান্ত হলে লিভার ফেল হওয়ার সম্ভাবনা থাকে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
Today | 15, March 2025