সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারে ‘রেখা’ টানল মেজিয়া পুলিশ

Malay Singha
0
ছবি : Mejia Police Station ফেসবুক পেজ ২৬শে মার্চ,২০২০, মলয় সিংহ,তথ্যকারি,মেজিয়া :- মঙ্গলবার রাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সাথে সাথে তিনি বলেন সামাজিক দূরত্বের কথা। যদিও এই একই কথা সব বিশেষজ্ঞরাও বলছেন। সেই কথা মত এবার মানুষকে সচেতন করতে গন্ডিরেখা তৈরি করতে দেখা গেল মেজিয়া পুলিশকে। লকডাউনের সময় কড়া হুঁশিয়ারির মধ্যে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেই দিকে নজর দিল বাঁকুড়া জেলার মেজিয়া থানার পুলিশ। দেশজুড়ে লকডাউনের প্রথমদিনেই নিয়মভঙ্গ করে রাস্তায় নেমে পড়ে মানুষ। যার ফলে এবার কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে পুলিশকেও। মেজিয়া থানার পুলিশ মেজিয়া বাজার সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিড় ভঙ্গ করতে সবজির ও মুদিখানার দোকানের সামনে গণ্ডি টেনে দেয়। সেইসঙ্গে প্রতিটি গণ্ডিতে একজনকে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)