করোনা ভাইরাসের প্রকোপে দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এল গ্রামের যুবকরা

Malay Singha
0
মলয় সিংহ,ছাতনা :- গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে কাঁপছে, সারাদেশে যখন লকডাউন সেই সময় যাতে কোনো দরিদ্র মানুষ অভুক্ত হয়ে না থাকে সেজন্য এগিয়ে এল বাঁকুড়া জেলার ছাতনা থানার লায়েকডিহি গ্রামের একদল যুবক। লায়েকডিহি গ্রাম সংলগ্ন বেশিরভাগ গ্রামগুলিতে শ্রমিক ও দরিদ্র মানুষের বসবাস। তাই ওই গ্রামের যুবকরা নিজের তহবিল তৈরি করে লায়েকডিহি ছাড়াও - ঘাংরা,কুলডিহা,বাহিদ্যা,ফুলকুসমা,জামবনি,নতুনডি,কাঁটাপাহাড়ি,ধবারগড়া.. সহ মোট ১৩টি গ্রামে ৮২ টি পরিবারকে মোট ৫ কেজি চাল , ২ কেজি আলু সহ ডাল ও সাবান দিয়ে তাদের সাহায্য করে। এই পরিবার গুলির মধ্যে বেশিরভাগই ছিল দরিদ্র। যুবকরা তাদের বিতরণের কাজ ভ্যান রিকশার সাহায্যে গ্রামে-গ্রামে পৌঁছে দরিদ্র মানুষদের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দেয় তাদের হাতে। বাড়ি-বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণই ছিল জমায়েত এড়ানোর মূল বিষয়। মুখে মাস্ক পরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বিতরণের কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করা হয়। এই পরিকল্পনার মূল উদ্যোক্তা তথা গ্রামেরই যুবক পেশায়-স্কুল শিক্ষক রমেশ লায়েক বলেন যে - 'এই সংকটময় পরিস্থিতিতে আমাদের গ্রাম সংলগ্ন দরিদ্র মানুষদের খাবারের জন্য যাতে চিন্তা না করতে হয় তারই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা যে সমস্ত পরিবারগুলোকে সাহায্য করলাম তাদের মধ্যে ছিল অসুস্থ ,বৃদ্ধ-বৃদ্ধা ,কাজ হারানোর শ্রমিক পরিবার। আগামী দিনে যদি আরো সমস্যা হয় তবে আমরা আবারও পাশে দাঁড়াব। যাদের নিরলস প্রচেষ্টায় এই কাজ সম্পন্ন হল তাদের এই মিডিয়ার মাধ্যমেই ধন্যবাদ জানালাম ।



                         
                    - বিজ্ঞাপন -










একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)