তথ্যকারি, পুরুলিয়া, ২৮মার্চ : ভারতে করোনা মোকাবিলায় যৌথভাবে প্রয়াস চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। তাই ভারতজুড়ে এখন লকডাউন সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরোনো নির্দেশ কেন্দ্রীয় সরকারের তরফে । একদিকে যখন দেখাযাচ্ছে স্বাস্থ্যদপ্তর কর্তৃক যাদেরকে ১৪দিনের হোমকোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে তাদের অনেকেই এই নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে বেরিয়ে আসছে । অপরদিকে পৃথক কোনো বাড়ি না থাকায় গাছের উপরেই মাচা বানিয়েই হোম কোয়ারান্টাইন তৈরী করে নজীর গড়লেন পুরুলিয়ার বলরামপপুরের ভানগিড়ি গ্রামের কয়েকজন যুবক ।
স্থানীয় সূত্রে খবর , মাস কয়েক আগে পুরুলিয়ায়ার ভানগিড়ি গ্রামের সাত জন শ্রমিক কর্মসূত্রে গিয়েছিল চেন্নাইয়ে । কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে ফিরে আসতে বাধ্য হয় । গত রবিবার তারা পৌঁঁছায় খড়্গপুর রেল স্টেশনে । গ্রামের মানুষ তাদের আসার খবরপেয়ে পৃথক কোনো বাড়ি না থাকায় তাদের জন্য গাছে উপর মাচা বেঁধে খাঁঁট দিয়ে ব্যবস্থা করেন হোম কোয়ারান্টাইনের ।
তারপর ওই সাতজন যুবক স্টেশন থেকে গ্রামে পৌঁঁছতেই গ্রামের মানুষজন তাদের আলাদা ভাবে থাকার জন্য ওই গাছেই উপরেই বসবাসের ব্যবস্থা করেন ।
তারা আরো জানায় , ওই সাতজন যুবক ১৪দিন ওখানেই থাকবে । এবং তাদের বাড়ি থেকে খাবার সামগ্রী এনে গাছের নীচে রাখা থাকে । তারা খাবার খেয়ে আবার গাছে উঠেযায় ।
তবে প্রশাসন তাদের থাকার ব্যবস্থা করার জন্য নড়েচড়ে বসেছে ।
picsource-ANI
স্থানীয় সূত্রে খবর , মাস কয়েক আগে পুরুলিয়ায়ার ভানগিড়ি গ্রামের সাত জন শ্রমিক কর্মসূত্রে গিয়েছিল চেন্নাইয়ে । কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে ফিরে আসতে বাধ্য হয় । গত রবিবার তারা পৌঁঁছায় খড়্গপুর রেল স্টেশনে । গ্রামের মানুষ তাদের আসার খবরপেয়ে পৃথক কোনো বাড়ি না থাকায় তাদের জন্য গাছে উপর মাচা বেঁধে খাঁঁট দিয়ে ব্যবস্থা করেন হোম কোয়ারান্টাইনের ।
তারপর ওই সাতজন যুবক স্টেশন থেকে গ্রামে পৌঁঁছতেই গ্রামের মানুষজন তাদের আলাদা ভাবে থাকার জন্য ওই গাছেই উপরেই বসবাসের ব্যবস্থা করেন ।
তারা আরো জানায় , ওই সাতজন যুবক ১৪দিন ওখানেই থাকবে । এবং তাদের বাড়ি থেকে খাবার সামগ্রী এনে গাছের নীচে রাখা থাকে । তারা খাবার খেয়ে আবার গাছে উঠেযায় ।
তবে প্রশাসন তাদের থাকার ব্যবস্থা করার জন্য নড়েচড়ে বসেছে ।
picsource-ANI