করোনায় আক্রমণ শেওড়াফুলির এক ব্যক্তি, অবস্থা সঙ্কটজনক ।

Malay Singha
1 minute read
0
মলয় সিংহ, বর্ধমান: একই দিনে পরপর তিনজনের শরীরে মিলল সক্রমণ। রবিবার এক চিকিৎসকের পর আরও দু’জনের শরীরে এই সংক্রমণ মিলল। তৃতীয়জন শেওড়াফুলির বাসিন্দা বলে জানা গিয়েছে। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সঙ্কটজনক। আক্রান্ত ব্যক্তি দূর্গাপুরে কর্মরত ছিলেন। তাই কর্মসুত্রে তাকে প্রতিদিনই লোকাল ট্রেনে শ্যাওড়াফুলি থেকে দূর্গাপুর আসতে হতো বলে জানা গেছে । তিনি বেশ কয়েকদিন যাবৎ প্রবল শ্বাসকষ্ট ও একাধিক উপসর্গ নিয়ে ভুগছিলেন এবং হাসপাতালে ভর্তিও ছিলেন । রবিবারের সন্ধের রিপোর্টে নমুনা পরীক্ষায় নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। পরিবার সুত্রের খবর:- তিনি শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বেশ কয়েকবার দূর্গাপুরের কর্মস্থলে এসেছিলেন । তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। তাঁর আত্মীয়দেরও সতর্ক করা হয়েছে। তাঁর সঙ্গে কাজ করা অন্যান্য ব্যাক্তিদেরও সতর্ক করা হচ্ছে। ছবি :- সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)