হাতির দলকে তাড়াতে গিয়ে আহত হুলা পার্টি

Malay Singha
6 minute read
0
তথ্যকারি, মলয় সিংহ,মেজিয়া :- সোমবার বিকাল থেকেই মেজিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল বেশ কয়েকটা হাঁতি। কখন যে কোন‌ গ্রামে পৌঁছে যাচ্ছিল তার হদিস মিলায় ভার হয়ে দাঁড়িয়েছিল । মঙ্গলবার সন্ধ্যায় মেজিয়া বন দফতর বানজোড়া ও কমলপুরে হাতি তাড়ানোর জন্য তিনটি দলকে এনেছিল -(১) সোনামুখী,(২)বড়জোড়া,(৩) পুরুলিয়া । হাতি তাড়াতে গিয়ে শুঁড় দিয়ে তুলে আছাড় মারল সোনামুখী হুলা পার্টির দু'জন ব্যাক্তিকে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকাল থেকেই মেজিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় মোট ২২টি হাতি দাপিয়ে বেড়াচ্ছিল। হাতির দল বিকালে জঙ্গল থেকে বেরিয়ে বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছিল। ঠিক তখনই গ্রামবাসী মেজিয়া বন দফতর কে খবর দেয় । বন দফতর হাতি তাড়াতে তিনটি দল নিয়ে আসে। ওই দলগুলির মধ্যে সোনামুখী দলের দু'জন ব্যাক্তিকে আচমকা দু'টি হাতি তাড়া করে এবং ঐ দুই ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তিকে একটি হাতি শুঁড় দিয়ে তুলে আছাড় মারে এবং অপর জনের ছুটতে গিয়ে পড়ে চোট লাগে। হাতি তাড়ানোর অন্য দলেরা হাতির দলকে হুলা দেখিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে মেজিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে । দু'জন ব্যাক্তির মধ্যে একজন এখন সুস্থ আছে এবং অপরজনের ঘাড়ের হাড় ভেঙেগিয়েছে বলে চিকিৎসকরা সন্দেহ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)