নিজস্ব প্রতিনিধি : বলিউডের একজন জনপ্রিয় গায়ক ও সূরকারি ' বাদশা ' । যিনি তাঁর গানের মাধ্যমে জয় করেছেন অনেক মানুষের মন । কিন্তু তাঁর সদ্য মুক্তি পাওয়া একটি গান ' গেন্দা ফুল ' , গানটি নিয়ে মানুষের কাছে অনেক রকম কথা উঠেছে । তার এই গানটি তে যে দুটি বাংলা লাইন তিনি ব্যাবহার করেছেন , সেটা একটি বাংলা লোক গীত বলে মানুষের দাবী । এই গানটি যিনি লিখেছেন তার নাম রতন কাহার । তার বাড়ি বীরভূমের সিউড়ির ৪ নং ওয়ার্ড এর নগড়ি গ্রামের বাসিন্দা ।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ