সামাজিক দুরত্ব মেনেই গতকাল থেকে রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হল বিনামূল্যে রেশন দেওয়া ।

Rohit Mohanta
1 minute read
0


২রা এপ্রিল, মলয় সিংহ, মেজিয়া:-  বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসীদের অভুক্ত না রাখার সংকল্প নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই স্বপ্নই অবশেষে বাস্তবায়িত গতকাল থেকে। বুধবার রাজ্যজুড়ে শুরু হল বিনামূল্যে রেশন দেওয়া। এদিন সকাল থেকেই পশ্চিমবঙ্গের সব জায়গাতেই খোলা হল রেশন দোকান। তবে মোটামুটি সব জায়গাতেই সামাজিক দুরত্ব মেনে রেশন দেওয়া হচ্ছে, যার ফলে দোকানগুলির সামনে লম্বা লাইনও রয়েছে।

ঠিক এরকমই সরকারি নির্দেশে মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে রেশন দেওয়ার চিত্র ফুটে উঠেছে বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের একটি  রেশন দোকানে।

 রাজ্যের দরিদ্র পরিবারগুলিকে মূলত চারটি শ্রেনীতে ভাগ করা হয়েছে। যাদের মধ্যে AAY, SPHH , PHH, RKSY 1- এরাই একমাত্র ৬ মাস ধরে বিনামূল্যে রেশন পাবে।

এছাড়া জঙ্গলমহলের বিশেষ উপজাতি, আয়লায় ক্ষতিগ্রস্থ পরিবার, টোটো উপজাতি সহ একাধিক পিছিয়ে পড়া জনজাতিও বিনা পয়সায় আগামী ৩০ সেপ্টেম্বর অবধি বিনা পয়সায় চাল, গম বা আটা পাবেন। তবে যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তারা পঞ্চায়েতে গেলেই একটি বিশেষ কুপন হাতে পাবেন, তা দিয়েও রেশন তুলতে পারবেন বলে জানা গেছে  ।

বিজ্ঞাপন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)