জেলার ৩২৫৯ টি বুথের অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এলেন জেলার বিশিষ্ট সমাজ সেবী গৌতম মিশ্র

Rohit Mohanta
2 minute read
0
জেলার ৩২৫৯ টি বুথের অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এলেন জেলার বিশিষ্ট সমাজ সেবী গৌতম মিশ্র
বাঁকুড়া, তথ্য কারি 3এপ্রিলঃ-

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জেলার হত দরিদ্র, দিন আনা দিন খাওয়া হাজার হাজার পরিবারের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এলেন জেলার বিশিষ্ট সমাজ সেবী গৌতম মিশ্র। যাকে সবাই শ্যাম দা বলেই জানেন । খেলা থেকে মেলা, গণ বিবাহ, গণ উপনয়ন, অসহায় পরিবারের চিকিৎসা, পড়াশোনা এমনকি অগনিত পরিবারের সন্তান সম্ভবা মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ করেন শ্যাম দা। তাঁর সমাজসেবা ও সমাজ সচেতনতা মূলক কর্মকান্ড নিয়ে জেলা,রাজ্য তথা দেশের কোনায় কোনায় সে খবর ছড়িয়ে আছে। এ হেন শ্যাম দা আজ সস্ত্রীক এসেছিলেন তৃণমূল ভবনে। সঙ্গে এনেছিলেন তাঁরই কাজের ও দুর্লভ পুর ট্রাক ওনার্স এসোসিয়েশনের সহযোদ্ধাদের। তিনি করোনা মোকাবিলায় দুমুঠো খাবারের যোগান দিতে পঞ্চাশ লক্ষ টাকার খাদ্যসামগ্রী ও দু লক্ষ টাকার সাবান, মাস্ক, স্যানিটাইজার সহ নানান প্রয়োজনীয় সামগ্ৰী কিনে দিলেন গরীব মানুষের জন্য। তিনি নিজে সদলবলে জেলা তৃণমূল ভবনে এসে  পদাধিকারী,সভাধিপতি,সহসভাধিপতি, মেন্টর, চেয়ারম্যান, বিধায়ক সহ দলের পদাধিকারী গণ হাজির ছিলেন আহুত ত্রাণ ওগণ বন্টন সভায়।পরে সাংবাদিক সম্মেলনে দলের  জেলা সভাপতি ও জেলা পরিষদের মেন্টর জানান , জেলার ৩২৫৯ টি বুথের মানুষদের মধ্যে এই খাদ্যসামগ্রী তিনটি সেন্টার করে বিতরণ করা হবে। জঙ্গল মহল খাতড়ায় সহায়তা কেন্দ্রের দায়িত্বে থাকবেন জেলা সম্পাদক ও জঙ্গল মহলের পর্যবেক্ষক জয়ন্তমিত্র ও বাঁকুড়া লোকসভার যুব সভাপতি রাজকুমার সিংহ। বাঁকুড়া কেন্দ্র সামলানোর দায়ীত্বে থাকছেন মেন্টর অরূপ চক্রবর্তী ও চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত। এ ছাড়া বিষ্ণুপুর সহায়তা দান কেন্দ্রের দায়িত্বে থাকছেন মন্ত্রী শ্যামল সাঁতরা।এদিন শ্যাম বাবুর সমাজসেবা মূলক কাজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁর স্ত্রী সুদীপ্তা মিশ্র জানান জেলা, রাজ্য ও দেশের মানুষের পাশে থাকাটাই মূখ্য কাজ। স্বামীর সব কাজে তিনি পাশে থাকেন একজন সহায়ক হিসেবে।এক ই সঙ্গে তাঁর ছেলে ও গঙ্গাজল ঘাটীর অসহায় মানুষের জন্য একলক্ষ ষাট হাজার ‌টাকা তুলেদেন। শ্যাম বাবুর স্বপ্নের সংগঠন ডি.টি.ও.এ.র পক্ষ থেকেও পাঁচ লক্ষ টাকা প্রদান করে করোনা মোকাবিলায় খাদ্যসামগ্রীর জন্য।এদিন সাধারণ মানুষের জন্য খাদ্যসামগ্রী প্যাকেজিং এর কাজ ঘুরে দেখেন সমস্ত কর্ম কর্তা গণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)