৩১শে মার্চ,মলয় সিংহ মেজিয়া:- একে করোনা ভাইরাসের সংক্রমণের আশংকায় ঘর বন্দি বাসিন্দারা। তার ওপর আর এক বিপদ হাজির বাঁকুড়া জেলার মেজিয়া থানার প্রত্যন্ত গ্রামগুলিতে। আজ সকাল থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটা হাতি। কখন যে কোন গ্রামে পৌঁছে যাচ্ছে তার হদিশ মেলাই ভার হয়ে দাঁড়িয়েছে। হাতির পায়ে নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের ফসল।

সব মিলিয়ে হাতির হানায় আতঙ্কিত বাসিন্দারা। তারা বলছেন, অবিলম্বে হাতি গুলিকে জঙ্গলে ফেরত পাঠানোর উদ্যোগ নিক বন দফতর । বন বিভাগের আধিকারিকরা জানান, তারা যখন সেই স্থানে পৌঁছায় তখনকে হাতিগুলি ঐ স্থান থেকে বেরিয়ে যায়।

মেজিয়ার বেশ কয়েকটি লোকালয়ে এসেছে হাতিগুলি। তাদের আবার লোকালয় থেকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে । স্বাভাবিক ভাবেই হাতি দেখতে এলাকায় বাসিন্দাদের ভিড় বাড়ছে।

ব্লক প্রশাসনের পক্ষ থেকে হাতি গুলিকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া বা কোনও রকম উত্যক্ত করা থেকে বাসিন্দাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাতে ক্ষিপ্ত হয়ে বা ভয় পেয়ে হাতি গুলি ছোটাছুটি শুরু করলে ক্ষয়ক্ষতি বাড়বে বলে সাবধান করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিপদ এড়াতে হাতির কাছে কাউকে কোনও ভাবেই না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফের হাতিগুলিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মেজিয়া বন দফতর।
-
বিজ্ঞাপন-