করোনা মোকাবিলায় রেলের কোচেই তৈরি হল আইসলেশন ওয়ার্ড

Ranjit Ghosh
1 minute read
0

তথ্যকারি,৩০মার্চ :দেশজুড়ে চলছে করোনার আবহ । আর এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ১৪দিনের লকডাউন । বন্ধ বাস,  রেল পরিষেবা আর এই পরিস্থিতিতে করোনা মোকাবিলার এক  পদক্ষেপ হিসেবে রেলের মধ্যেই তৈরি করা হল আইসলোশেন ওয়ার্ড ।
ভারতীয় রেল সূত্রে জানানো হয় , এই সঙ্কটময় পরিস্থিতিতে স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য  কাজে লাগানো হয়েছে রেলের কোচগুলিকে । গত দুদিনের যুদ্ধকালীন তৎপরতায় রেলের কোচগুলিতে ত্রিশটির মতো আইসলোশেন ওয়ার্ড তৈরি করা হয়েছে । ডক্টর ও নার্সদের জন্যে রয়েছে আলাদা আলাদা ক্যামরা । করোনা আক্রান্তদের জন্য রয়েছে বাথরুমের ব্যবস্থা। এছাড়াও থাকছে ঔষধের ব্যবস্থা । যে সকল অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেই সব অঞ্চলেই এই কোচগুলি রাখা হবে করোনা মোকাবিলার জন্য ।


picsource BCCL

                       -বিজ্ঞাপন-

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)